জহুরা----আমাকে  আর বাধাঁ দিও না
যেটুকু প্রেম ছিল, সবটুকুই দিয়ে দিয়েছি
কারণ ফিলিস্তিনি বোমার আঘাতে ক্ষত:বিক্ষত
এ বাংলা থেকে শিশুদের কান্না শুনতে পাচ্ছি।।

ফিলিস্তিনি আকাশে বাতাসে বারুদের গন্ধ
সারাদেশ জুড়ে জ্বলছে আগুনের লেলিহা
হাজার হাজার বোমা ফেলেছে
এর একমাত্র রক্ষাকর্তা মহান আল্লাহ।।

পবিত্র মসজিদুল আকসা আজ রক্তে রঞ্জিত
ফিলিস্তিনি ভাইয়েরা সালাত আদায় করতে পারেনা
ফিলিস্তিনি শিশুরা আজ ভু-বুক্ষ
তারা মায়ের স্তনের এক ফোটা দুধ পায়না।।

ক্ষুধার্ত কঙ্কাল দেহ নিয়ে ফিলিস্তিনের মানুষেরা
মাতৃভূমি ও ইসলাম ধর্ম রক্ষার যুদ্ধ চালিয়ে যাচ্ছে
বেদুইন ইসরায়েলীদের বোমার আঘাতে
লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে।।

জহুরা-- চোঁখ থেকে মুছে ফেল কাজঁল
ঠোট থেকে লিপিস্টিক ও মন থেকে প্রেমের আকুতি
তোমার হৃদয়ে যেটুকু প্রেম আছে
সবটুকু দিয়ে দাও ফিলিস্তিনি মানুষের প্রতি।।

এসো আমরা দু-হাত তোলে প্রার্থনা করি
সৃষ্টি কর্তা মহান আল্লাহর দরবারে
এ যুদ্ধ হতে যেন ফিলিস্তিনি ভাইয়েরা
বিজয়ী ভেসে ফিরে আসে ঘরে।।