একটি মাঠে পুষ্প ফুটে
সেই পুষ্পে মেঘ ঝড়ে গেলে কোথায় ভাসে?
তোমার নাম লিখে লিখে হয়ত এক দিন
তোমার মাঝে সেই মেঘের মতো মন ফুটে।


সেই মাঠে দিন কেটে যায় নির্ঝর অবস্থায়
কত পথ পথ ভ্রমণ করে হাঁটছি কত লক্ষ্য দিয়ে।
কতবার একজন দেখতে পাই তোমাকে সেই মাঠে
সেই মেঘের মতো আলোর এক রূপ পেতে পারছো কি?


তোমার মাঝে সেই মেঘের মতো মন ফুটে
চিরকাল বন্ধুত্ব বাঁধে রেখো আমার সাথে।
সেই মাঠের পুষ্প যখন ঝরে যায় আকাশ চাই পাতে
সেই পুষ্পের সাথে মেঘ ঝরে না সেদিন চাই থাকতে।


একটি মাঠে পুষ্প ফুটে
সেই পুষ্পে মেঘ ঝড়ে গেলে কোথায় ভাসে?
তোমার নাম লিখে লিখে হয়ত এক দিন
তোমার মাঝে সেই মেঘের মতো মন ফুটে।