ভালোবাসার স্পর্শ কি সেই কাজলির মতো,
যা চোখে লাগানো কাজল হয়ে যায় আবার মুখে তোলে নতুন রঙের পালকি তোলতে থাকে।


ভালোবাসার স্পর্শ কি সেই পাখির মতো,
যা ভেদে যায় আবার উড়তে থাকে মনের উচ্ছ্বাস এবং আলোর দিকে উৎসাহের স্রোত চড়াতে থাকে।


ভালোবাসার স্পর্শ কি সেই প্রবাহের মতো,
যা চলে যায় সময়ের মেলানোর সাথে এক হতে থাকে নতুন কিছু সৃষ্টি করতে থাকে।


ভালোবাসার স্পর্শ কি সেই আবার কারকাশ পাহাড়ের মতো,
যা চুপকথাকে উপহাস করে দেয় এবং সব কিছুর উপরে একটা পাত বিছানো করে দেয়।


ভালোবাসার স্পর্শ কি সেই হাতের মতো,
যা আদর দিয়ে থাকে এবং স্পর্শ করলে মনে হয় একটা জ্বলন্ত আলো থেকে পুষ্ট হয়ে উঠে এক সময়ে সব পরিবর্তন হয়ে যায়।