মোর সুন্দর রোজা সব পরিপূর্ণ,
সূর্য তাপে পূর্ণ হয় আকাশ,
মন শুধু আল্লাহের জন্য আবিষ্কার,
কেবল নামাজ ও জিকিরে প্রভুর প্রতিবাদ।


প্রিয় রোজা কেন না একটি সময়ের চাঁদ,
যা আমাদের পালন করে প্রভুর মহিমা গাঁথে নিয়ে আসে পাঠ।
মোর সুন্দর রোজা সব পরিপূর্ণ,
প্রভুর আশীষে সব সময় শুভেচ্ছা পাঠ।


রোজার সময়ে দু’শত দু’ই কার্য অর্জন,
শুধু মানব রাখতে হবে তাদের মধ্যে সমঝোতা কর্তব্যজাতকে আহ্বান।
মোর সুন্দর রোজা সব পরিপূর্ণ,
আল্লাহর কাছে শুধু সৎ হৃদয় ও কাজের জন্য অন্তর্য়ামী শান্তির অনুভূতি পাঠ।


রোজার মাসে সংগীত একটা জয়মাল্লার মত,
মোর সুন্দর রোজা সব পরিপূর্ণ,
প্রভুর কাছে শুধু শুধু শুভকামনা সহ শান্তির শব্দ করে কাঁদালে মন হবে ভোলা।