মেয়ে নয়, যেন পথ ভুলা কোন এক স্বর্গ পরী,
হেটে এসে মনের কোনে ফুটিয়ে গেল মন্জুরী।
রঙ্গীন আলোয় জ্বলতে দেখে তীক্ষ্ণ দৃষ্টির চক্ষু দ্বয়,
নিম তেতো মনটা আমার মিষ্টি প্রেমে সিক্ত হয়।
গানের স্বরে মিষ্টি করে কথা বলার ভঙ্গিমা,
রাঙ্গিয়ে দিতে অমাবস্যা জ্বালতে পারে চন্দ্রিমা।
মিতালী চেয়ে পদ্ম লিখে জানতে চাইনি সমাচার,
তাই বলেই কি মনের ডাকে চিঠি লিখ বারং বার।