উড়তে থাকা কবিতাগুলো মুখ থুবরে পড়েছে।
কোন এক ধূসর বিকেলের সাক্ষী হয়ে রোজ
চেহারা মলিন হয়ে উঠে_ভাঁজ পড়ে কপালে_
কপোলে নোনাজল রেখা আঁকে অমলিন।


শুকনো পাতা পদদলিত হবার মর্ম্মর শব্দে
শুনতে পাই আর্তনাদ, খাঁকফাটা চৈত্রের দুপুরে
লড়তে লড়তে মাটিতে মিশেছে অস্তিত্ব_পড়ে থাকা অবশেষ গুলো
মৃত্তিকা হাঁ করে গিলেছে_শোক তাপে
আকাশ মেঘের আড়ালে নিজেকে লুকিয়েছে,
ঝড়ে পড়েছে পলাশ_শিমুল_বকুলেরা_চৌদিকে
কাকেরা কা কা রব তুলেছে।
কবিতারা আজ ঘরে ফিরে গেছে_নিজেদের
কষ্টের চাদরে মুড়িয়ে শামিল হয়েছে মৃত্যুর মিছিলে_