আমি কবি; তাই কুলি মজুরের ঘামে দেখেছি
রক্ত কণিকার ভীড়,
আমি কবি; তাই বস্তির পরে খুজে পেয়েছি
গুপ্ত শান্তির নীড়।
আমি কবি; তাই চাষা-ভুষার হাতে দেখেছি
অদৃশ্য যাদুর কাঠি,
আমি কবি; তাই ধানের ক্ষেতে কুড়িয়ে পেয়েছি
বিস্তৃত শীতল পাটি।
আমি কবি; তাই ধরণীর পরে দেখেছি কত
বন্য পশুর আনাগুনা,
আমি কবি; তাই মুখ বুজে সয়েছি শত
নখ-দন্তের হানা।
আমি কবি; তাই শ্রমিকের চোখে দেখেছি কত
ঘৃনা ভরা অব্যাক্ত,
আমি কবি; তাই মুখোশের আড়ালে দেখেছি
কত শ্রমজীবির রক্ত।
আমি কবি; তাই ভব জুড়ে দেখেছি কত
মাংশাসীর হিংস্র থাবা,
আমি কবি; তাই চর্ম চক্ষে চালিতে দেখেছি
শত জীবনের দাবা।


রচনাঃ  ১৪/০৪/১৬ ইং