ভোর বেলাতে করছি শুরু হাঁটছি সকাল থাকি;
আমার বাড়ী যাওয়ার রাস্তা আর কতটুক বাকি?


রাস্তার ধারে রঙ-বেরঙের সাজানো দোকান-
কেনা-বেচা করতে গিয়ে পাই না বাড়ীর সন্ধান।
সদাই-পাতি কিনলাম আর বেচলাম ঘাটে-ঘাটে;
ওরে- বাড়ীর রাস্তা ফুরায় যদি পণ্য বিহীন হাটে।
তখন শূন্য ঘরে উপোষ র’লে কে দেবে খোরাকি।।


রাস্তায় রাস্তায় ঘুরলাম আমি ভোগ বিলাসে মত্ত;
আপন বাড়ি ফিরার পথের খুঁজলাম না সে তত্ত্ব।
পর দেশের পথিক হয়ে বইসা সরাইখানা-
ভুলেই গেছি নিজের বাড়ীর রাস্তার ঠিকানা।
নেশাগ্রস্ত বেহুঁশ আমি তাই করছি ডাকা-ডাকি।।


হাঁটতে-হাঁটতে বেলা ফুরায় শরীর হইলো অচল;
এখন বাজার-সদাই কিবা করি দেহে নাইরে বল।
মুখে কথা আসেনা আর কি বলতে যে কি কই-
বেসাত বিহীন হাট-বাজারে শুধুই করছি হইচই।
তো পচা-বাসি সামনে যা পাই কিনছি টুকিটাকি।।