ভালবাসি বলেই
      বলতে পারি না মুখে!
দূর হতে চেয়ে থাকি
      অপলক চোখে ||


এক কদম এগুতে
      গিয়ে দু’পায়ে টলি!
ভীরু মনে ভাবি
      তারে কি করে বলি ||


আবেগের তাড়নায়
      কত কথা মনে!
বলিব বলিব করে
      ভাবি সেই ক্ষণে ||


পাছে কিছু হয় যদি
      এই করে হায়!
বলা আর হয় না
      শুধু দিন চলে যায় ||


প্রাণে সহে না
      তারে বিনা নয়ন জলে!
না পাওয়ার প্রতিশোধে
      হৃদয় জ্বলে ||


হিংস্রতা বাঁধিলে বাসা
      ক্ষিপ্রতা আসে!
অশনি করিলে ভর
      মন খুলে হাসে ||


ভালবাসার তুলিতে
      মিশিয়ে শত-রং!
কল্পিত পটে আঁকে
      কু-প্রেমিক বরং ||


দূর ভালবাসায়
      নহে সে কাতর!
সদা ভোগের তরে
      নাচে অন্তর ||