একাত্তরের ছাব্বিশে মার্চ
          স্বাধীনতার ডাকে;
বীর-বাঙালী ঝাঁপিয়ে পড়ে
          কামান-বন্দুক হাঁকে।


নয় মাসে হানাদার মুক্ত
          বাংলাদেশের মাটি;
ভাবছিলাম দেশটি হইবে
          সোনার মতো খাঁটি।


এখন দেখি সর্ষেতে ভূত
          পাইছি চোরের খনি;
সর্ষে নিলো চুরেরা সব
          লাগলো জাতির শনি।


ওঝা এলো ওঝা গেল
          ঝাঁড়-ফুঁক দিলো মেলা;
সর্ষে বিনা ভূত গেলনা
          বাড়ছে ভূতের চেলা।


স্বাধীনতার অর্ধশতক
          পালন করার কালে;
ভূতের চেলা সর্ষে নিয়ে
          নিজ গোলায় ঢালে।


বঙ্গবন্ধুর জন্ম-শতকে
          জন্ম নিয়ে আবার-
দেশ-প্রেমিক অস্ত্র হাতে
          ভূত করবে সাবাড়।