এ কোন বরষা নেমেছে মাঠে
শুধু থৈ-থৈ পানি;
ঘন-ঘন ডাকে দেয়া আকাশে
বিজলীর ঝলকানি।


কৃষাণ-কৃষাণী ভিজে জবু-থুবু
বসে ঘরের কোণে;
টিনের চালার রিমঝিম গান
কান পেতে শোনে।


ডাকে হাম্বা-হাম্বা গোহালে গরু
পেটে দানা নাইরে-
জলে ডুবেছে পথ-ঘাট-মাঠ
স্থল কোথায় পাইরে?


কুকুর-মেকুরে সাঁতার কাটে
মোরগ থাকে চালে-
এমনি চিহ্ন দেখা মেলে শত
এই বরষার কালে।


পাখ-পাখালী উড়ে ঝাঁকে-ঝাঁকে
পানিতে হাঁস ভাসে;
আকাশ ছিড়ে পড়ে জল ঐ
আষাঢ়-শাওন মাসে।