ফাগুন মাসে ফুটছে রে ফুল শিমুলেরো ডালে-
রঙের পাখি আইলো গেলো বসন্তেরো কালে-গো
বসন্তেরো কালে।
এডাল হইতে ওই ডাল ঘুরে বন্ধু-বন্ধু ডাকি-রে
শিমুল ডালে বইসা ডাকে কতই রঙের পাখি।।


শিমুল ফুলের মধু খায় আর মনের সুখে নাচে
কিচির-মিচির ডাকে আর জড়াইয়া নেয় কাছে-গো
জড়াইয়া নেয় কাছে।
তেমন করে নিলো না কেউ দিলো আমায় ফাঁকি-রে
শিমুল ডালে বইসা ডাকে কতই রঙের পাখি।।


মধু খায় আর উইড়া যায় আপন নিজের বাড়ি
উইড়া-উইড়া দেয় দুই-জনা প্রেমের সাগর পাড়ি-গো
প্রেমের সাগর পাড়ি।
আমার উতলা মনে বন্ধুর লাইগা বিরহের আঁখি-রে
শিমুল ডালে বইসা ডাকে কতই রঙের পাখি।।


মধু খাইয়া উইড়া গেলো রাইখা গেল স্মৃতি
শিমুল তুলার মতো আমার হইলো কি দূর্গতি-গো
আমার হইলো কি দুর্গতি।
বাতাসে উইড়া বেড়াই কেউ নাই আমার সখি-রে
শিমুল ডালে বইসা ডাকে কতই রঙের পাখি।।