তবুও রাত-দুপুরে জেগে উঠি-
সেই কবেই ভুলে গেছি তোমার অবয়ব;
মনের সাধ কবে গিয়েছে টুটি
এখন আমি নিজের মাঝে নিজেই সব।
আচমকা ঘুম ভেঙে যায় রাতে-
এপাশ-ওপাশ ফিরি আর ভাবি কত;
ভাববো না, ভাবনা না আসে যাতে
তাই উল্টা গণনা করি শত-শত।
একশত-নিরানব্বই ক্রমে নামি শূন্যে
এক সময় ভুলে যাই গণনা;
নিজের অজান্তেই ডুবি ভাবনার অরণ্যে
আর শূন্যের সাথে করি তুলনা।
কত রাত নিদ্রাহীন কাটে-
কখনও আঁধার শেষে আসে লালিমা;
ও দিবাকর, যেও না পাটে
বিসর্জন চাই নির্ঘুম রাতের প্রতিমা।।