গুড়ুম-গুড়ুম, ক্যাঁচর-ম্যাচর বাজছে ডামাডোল
সকাল হতে গভীর রাতেও চলছে গোলা-গুল।
হায়রে সোনার মুক্তি সেনা কি ভয়ংকর রূপ
জীবন বাজি দিয়ে যুদ্ধে দাগায় অগ্নি-তোপ।
দিশেহারা পাকি'রা সব মরে আর কোঁকায়-
ছেড়ে দে মা কেঁদে বাঁচি-যেমন বলে খোকায়।
কাপুরুষের রূপ ধরে বন্দুক-গ্রেনেড জ্বালাতে
বিলের ধারে খালের পাড়ে দিক্বিদিক পালাতে
কি ব্যাপার পাক-হানাদার এ কোন কাহিনী
চারিদিকে ছুটছে শত্রু ছুটছে পাক-বাহিনী।
বীর বাঙ্গালী আম-জনতা বুঝছে তারা বুঝছে
ঝোপে-ঝাড়ে, খালে-বিলে শত্রুসেনা খুঁজছে।
আজ ওদের হবে পতন চব্বিশ বছর জুলুমের
মুক্তিসেনা ঘিরেছে আজ ডাক শুনছে হালুমের।
নয় মাসের কত স্মৃতি কত ব্যথায় কেঁদেছি
আপন জনের বিচ্ছেদ হলেও অন্তরে শীল বেধেছি।
সারা রাতি গোলা-গুলি কত যুদ্ধ হইল
সূর্য উঠার সাথে সাথে খুশির জোয়ার বইল।
(আজ রাতে জামালপুর হানাদার মুক্ত করতে অংশগ্রহণ কারী বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে)