দেখ দেখ কত সুন্দর
          ঐ পতাকা উড়ে,
মাঠ-ঘাট পথ-প্রান্তরে
          সারা বাংলা জুড়ে!
পতাকার জমিন হলো
          বাংলাদেশের মাঠ,
গ্রামের পরে গ্রাম ছড়ানো
          ঘন সবুজের হাঁট!
সেই সবুজের গাছে গাছে
          পাখি গান গায়,
দোয়েল শালিক ময়না টিয়া
          সেই বৃক্ষের ছায়!


পতাকার লাল বৃত্তে
          বাংলা মায়ের টিপ,
উষার সূর্য ছড়িয়ে আলো
          বাংলার ব-দ্বীপ!
বাংলা মায়ের দামাল ছেলের
          টক-টকে লাল রক্ত,
একাত্তুরের স্বাধীনতা যুদ্ধে
          বিলিয়ে করে মুক্ত!
ত্রিশ লক্ষের রক্ত দিয়ে
          অর্জিত এই পতাকা,
বীরাঙ্গনার চির সম্মান
          পতাকায় সম্ভ্রম ঢাকা!
লাল-সবুজের পতাকা নিয়ে
          আমরা করি গর্ব,
বিশ্বের মাঝে বাংলার শির
          উঁচু করবো সর্ব!