কাব্য-বাগে দারুণ খরা,
জড় মূল হতে শাখা প্রশাখা
কিভাবে উদ্গত হবে শত-শত পত্র-পল্লব?
ভূগর্ভ জল শূন্য, এসিড,
খাদ্যপ্রাণ নেই, আছে পরিস্রাবণ-
কঠিন পরিশোধন, মাকাল-ন্যায় দেহ-বল্লব!


পত্র-পৃষ্ঠ কারুকার্যময়,
রঙিন কালিতে শোভা-বর্ধিত শিরা
বাক্যবাণে জর্জরিত প্রতিটি পৃষ্টের স্তবক!
অন্তঃসার শূন্য খচিত বাণী
পাতাবাহারের শোভায় লজ্জিত
রসের বিষক্রিয়ায় গৃহীত নিত্য-ছবক!