পৌষে-মাঘে বৃষ্টি হয়ে ঝেঁকে বসে শীত
পথ-শিশু গরীব ধনীর কেঁপে উঠে ভিত!
চটের ছালায় ভাঁজ দিয়ে গায়ে মাখে দীন
ছিটে-ফোটা বৃষ্টি আর বাতাসে শীণ-শীণ!


ফুটপাতের গলির মুখে ছেড়া কাঁথা মুড়ে-
ভিক্ষা-বুড়ি শীতের জ্বালায় মুখ রাখে ঘোরে!
বিছানায় কুণ্ডলী-পাকে বেওয়ারিশ কুকুর
বুকের মাঝে জড়িয়ে নরম গায়ের মেকুর!
ওম দিয়ে বাঁচিয়ে রাখে এই জ্বালার শীতে
মানব-পশুর  ভালবাসা কে পারে দিতে?


বড়-লোকে গাড়ী হাঁকায়, হাতে দস্তানা
পায়ে দামী জুতা পড়ে জড়ায় শাল খানা!
এতো থেকেও সুখী নয়, চায় আরাম আরো
এসি খানা উল্টো করে গরম বাতাস ছাড়ো!


রিক্সা চালক, মুটে-মজুর, বসার উপায় নাই
ঠাণ্ডা-ঝড় উপেক্ষা করে কাজের লোকেরাই!
মাঘের শীতে বাঘ কাঁপে, বলে গুণী-মানী
উঁচু তলার লোকের তরে, প্রযোজ্য এই বাণী!