মানব জীবন তব
             চারিধারা বহে-
শৈশব, কৈশোর, যৌবন আর বৃদ্ধকাল!
তেমনি প্রাণীকুলে
            অন্যসবে আছে যত-
তাদেরও চারিধারা বহিবে একই তাল!


মাতৃ-উদর হতে
            যেদিন এসেছ ধরায়-
স্মরণ করে বলহে মানু কেমনে এলে !
মাতার বিকারী-গর্জন
            কম্পিত চারিধার-
তুমি কি সেক্ষণে বুঝিতে পেলে?


এসেছ শূন্য হাতে
            দিনে দিনে ভরিলে-
জ্ঞান, বুদ্ধি, ধন তোমার শুন্যপাতে!
ধরায় করিলে গর্ব,
            প্রকম্পিত সর্ব-
জন্ম তোমার খানদানী জাতে !


শৈশব তোমার
            কাটিল খেলিতে
কৈশোর কাটিল শিক্ষা লাভে!
যৌবনের তাড়নায়
             কাটিল রঙ্গে
বৃদ্ধের চিন্তা-কি এখন হবে ?


এভাবে বাস্তবে আছে যত বস্তু
            অথবা আছে যত প্রাণীকুল !
জন্ম-মৃত্যুর মাঝে চারিধারা –
            বহিবে আপনি নহে রতি ভুল!


জন্ম নিলে নিশ্চয় মরিতে হবে
            সৃষ্টি করিলে হবে ধ্বংস !
জন্ম-সৃষ্টি যাহাই বলি যেভাবে-
            থাকবেনা চিরকাল তার বংশ !