কালের কথা কাল নয়
               আজ বলিতে চাই
বাকী হলেই কাল মানুষের
                হয় কাল ভাই!
আজ কাল গত কাল আর
               আগামী কাল আছে-
শিশু কাল যৌবন কাল
               আর বৃদ্ধ কাল পাছে!


কালের কালে হয়
               তিন কাল সবাই জানে
সকাল বিকাল নিশিকাল
               তান্ত্রিক-জনে মানে!
অকাল আকাল আদিকালের
               বলিও না কথা -
দুঃখ কষ্টের পুরা-কালে
                কত পেয়েছি ব্যথা!


দুষ্কালে হইয়া নাকাল
               সমাজ হইতে নিকাল
অসময়ে বাঁচিয়া থাকিতে
               ভক্ষণ কর পাঁকাল!
শীত গ্রীষ্ম বর্ষা কাল
               প্রধান তিনটি ঋতু
পরকালের কথা শুনিয়া
               পাপী হয় ভীতু!


মাকাল ফল সুন্দর হলেও
               না যায় খাওয়া-
মন-কালিমা নিকাল করতে
               ধর্মাগারে যাওয়া!
ভালবাসার প্রাক্কালে যত
               রসের কথা কয়
পছন্দ জনে পেতে শেষে
               বক্কাল খেতে হয়!


কালে কালে কত কথা
               শুনিতে হবে ভাই
কালেভদ্রে কাল-সাপে
               ভাল মানুষকে খায়!
প্রেত-কালে ভয় পেয়ে
               শুকিয়ে হয় কঙ্কাল
ওঝা বিনে কালাতিপাতে
               কালাচাঁদের ইন্তেকাল!