মাঘান্তে ফাগুন এলো, বসন্তসখা জাগিল
     বৃক্ষরাজি নবপল্লবে, শাখা-প্রশাখা ভরিল!
          পূর্ব গগনে উঠিল রবি
               মেদিনী করিল-
                    আলোহিত ভোর!


আজ সাবলীল ছন্দে নাচে সকল প্রাণ
     জরাক্লিষ্ট দেহ নব উদ্যমে গাহে গান!
          আকাশে-বাতাসে
               পাখির কলরব
                    কোকিল ধরেছে সুর।


আম্রমুকুলে সুবাসিত, ভ্রমরের গুন্জ্ঞনে
     বৃক্ষ শাঁখে বসন্ত-দূত ডাকে কুহু-কূজনে!
          শিমুল পলাশ ফুলে
               লালিমা ছড়ায়ে
                    অপরূপ সাজে ধরা!


বাসন্তী বসনে যৌবনবতী হাঁটে দলেদলে
     কামদেব দিগ্বসনে দুর্বাসনায় তলেতলে-
          ফাগুনে আগুন ঝরা
               প্রেম মাগে সকল
                    প্রাণে আপন হারা।