আন্তঃনগর ট্রেন যেন
ভ্রাম্যমাণ বাজার!
            শত শত হকার-ভিক্ষুক
            যাত্রী কত হাজার ||


নিত্য দিনের প্রয়োজনে
চলে কত যাত্রী!
            ভোর বিহানে কর্মে যায়
            ফিরে আসে রাত্রি ||


সুখ-ভ্রমণ নয় ভাই
চলন্ত এক জেলখানা!
            সিটে বসে শান্তি নেই
            ঘাড়ের উপর দেয় হানা ||


তিল ধারণের ঠাঁই নেই
তারও মাঝে হকার-
            ঠেলাঠেলি করে চলে
            যেন তার অধিকার ||


যাত্রীরা ভয়ে কাঁপে
ভিক্ষুকের দাপটে!
            শিখণ্ডীর অশ্লীলতায়
            টাকা দাও সাপটে ||


নইলে সম্ভ্রম বাঁচিয়ে
চলাচল বড় দায়!
            পকেটমার আরও আছে
            সাবধান ওরে ভাই ||


ঢাকা হতে জামালপুর
নিত্য দিনের চিত্র!
            যাত্রী-দুর্ভোগ কমাতে
            চাই সরকার মিত্র ||