দুখের কবি দুখু মিয়া
               দুঃখ তার সাথী;
দুখের মালা কণ্ঠে পরে
               অন্তরে রাখে গাঁথি!
দ্রোহের কাব্য লিখে সে
               আধমরাদের বাঁচায়-
আপন সুখ ত্যাজ্য করি
               বন্দি রহে খাঁচায় ||


জ্বালাময়ী কাব্য লিখে
               শাসক দলের শত্রু;
বঞ্চিতদের বাঁচাতে তার
               কণ্ঠে দরাজ জত্রু !
প্রেম ভিখারী প্রেমের কবি
               কাব্য-সুধা ঢেলে-
সকল জাতের সাম্য এনে
               এক কাতারে ফেলে ||


গেয়ে ছিলেন সাম্যের গান
               হিন্দু মুসলিম এক;
নাই ভেদাভেদ ছোট-বড়
               এক মঞ্চে অভিষেক!
কাব্য-গীতি-গল্প লিখে
               শেষে এলো দুর্বিপাক-
দুখের কবি, প্রেমের কবি
               আমৃত্যু নির্বাক ||