বিশ্বাসের প্রোথিত বৃক্ষ
অন্ধ পাথরে শাণিত;
            চির ধরেনা আরো হয়
            উচ্ছলতায় প্রাণিত!


আপন বিশ্বাসে সুদৃঢ় যে
পর-বিশ্বাসেও কাতর;
            নিজ সন্দিগ্ধ কর্মপন্থায়
            পর বিশ্বাসেও পাথর।


ধিক- তুমি কাপুরুষ,
ধিক তোমার শ্রদ্ধাবোধ;
            নিজ আস্থায় ঢিল পড়িলে
            নাও উগ্র-প্রতিশোধ।


যে-বা করে অন্যে হেলা
করে তারই মুন্ডুপাত;
            সে-ই কে-বা ইন্দ্রমনি-
            হউক তার নিপাত।