খেজুর পাতার তীক্ষ্ণতায় ছেদিত কর্ণ
শোকে মুহ্যমান, কম্পিত চারিধার;
বর্শার আঘাতে এফোঁড়-ওফোঁড় দেহ
লজ্জিত সমাজ, ভাবি না কেহ আর।


তাল বৃক্ষটি আমারই, ওয়ারিশ দুর্বল
সালিশ বিক্রিত অর্থের-স্রোতে ন্যায়;
আদেশ শিরোধার্য, যদিও আপন স্বার্থে
বঞ্চিতে অর্থ অবধারিত করে ব্যয়।


নিজে অধিপতি, হুকুম তোমার পালনীয়
গর্দানটা যদি না খোয়াতে চাও;
ন্যায়ত: সঠিক কর্মসম্পাদনে পটীয়সী
যেই-বা ক্ষমতার অধিকারী হও।


হালের রাজা হলেই তুমি মোর দেবতা
প্রণাম তোমারই, পাওনা অনিবার্য;
নিজে সাধু সেজে ঘৃত-মর্দনে উষ্ণাদর
কারণ, হাসিল করতেই হবে কার্য।