কে দেখেছে ঈদের চাঁদ-
                    আর কে পড়েছে বাদ?
নতুন চাঁদ দেখবে তারা তাই হয়েছে উম্মাদ!
নীল গগনের টুকরো মেঘে পেতেছে যে ফাঁদ!
পাড়া-পড়শী ভীড় করেছে দেখবে ঈদের চাঁদ ||


চাঁদ-মেঘের লুকোচুরি-
                    খোকা-খুকুর মনভারী;
কে কার আগে দেখে, ছেলে-মেয়ে পুরুষ-নারী!
নতুন চাঁদ তালাশ করে পেতে ঈদের স্বাদ!
পাড়া-পড়শী ভীড় করেছে দেখবে ঈদের চাঁদ ||


ঐ দেখা যায় ঐ ফুটেছে-
                    সাঝের বেলা চাঁদ উঠেছে;
টুকরো মেঘের ফাঁক দিয়ে ঐ একটু উঁকি মেরেছে!
এক নজর দেখবে সবাই কেউ যাবেনা বাদ!
পাড়া-পড়শী ভীড় করেছে দেখবে ঈদের চাঁদ ||


কে দেখেছে সবার আগে-
                    খোকা-খুকুর দৃষ্টি লাগে;
সবার আগে চাঁদ দেখেছে খুঁশিতে তাই মন জাগে!
জটলা-বাঁধা ছেলের দলে খোকার কি আহ্লাদ!
পাড়া-পড়শী ভীড় করেছে দেখবে ঈদের চাঁদ ||


চাঁদ উঠিল রোজা শেষে-
                    ঈদে যাবে সবাই হেসে;
গরীব-ধনী বাদশা ফকির এক সারিতেই বসে!
নামাজ পড়ে কোলাকুলিতে আর হবেনা ফ্যাসাদ!
পাড়া-পড়শী ভীড় করেছে দেখবে ঈদের চাঁদ ||