শাওন মাসে নামলো-রে দেয়া, ঝর-ঝর ঝরে-
অনুরাগের বর্ষা কালে পতি নাই মোর ঘরে- রে!
                    নিঠুর বন্ধুর কথা মনে পড়ে ||


আকাশ থেকে ঢলে পড়ে যেমন যৌবন রস,
দরজা আটা বন্ধুর ঘরে উথলায় অনেক যশ!
মুষলধারা বৃষ্টিতে, ঘরে আর কেও না আসে- রে!
                    ভীরু দিলটা ধুক-ধুক নড়ে ||


টিনের চালের রিমঝিম শব্দে নেশা-নেশা লাগে-
পাতলা চাদর গায়ে জড়িয়ে ঘুমে শিহরণ জাগে!
এমন পুলকিত মনে যদি বন্ধু না থাকে পাশে- রে!
                    প্রাণটা উথাল-পাথাল করে ||


চালুয়া কাঁঠাল ভেঙেছি ঘরে মাছি ভন-ভন করে-
কাঁঠাল রসে মৌ-মৌ গন্ধে বন্ধু থাকতে নাহি পারে!
রসালো শাওন মাসে বন্ধু কাছে কেন না আসে- রে!
                    অভাগীর হৃদয়ের শূন্য ঘরে ||