নিলামনির বিয়ের দিনে উৎসব হবে আজ
চারিদিকে খুশির জোয়ার সাজছে কত সাজ।।


লাল শাড়িতে বউ সেজেছে হাতে দিয়ে মেন্ধি
ঘোমটা টেনে পাটিতে বসে সোনার গয়না পিন্ধি।
মাথা নুয়ে ভাবছে বসে পাচ্ছে কত লাজ।
চারিদিকে খুশির জোয়ার সাজছে কত সাজ।।


বর এসেছে ঠেকাও তারে গেইটে রাখ বন্দি
হাজার টাকা সেলামি পেতে নানা রকম ফন্দি।
রুমাল মুখে দামান্দ এলো মাথায় পরে তাজ।
চারিদিকে খুশির জোয়ার সাজছে কত সাজ।।


কোলে পিঠে মানুষ করে মনটারে রাখি বান্ধি
পরের ঘরে যাবে আজ আঁচলে ঢেকে কান্দি।
বাবা-মায়ের অন্তর জুড়ায় বিদায়েরই মাঝ।
চারিদিকে খুশির জোয়ার সাজছে কত সাজ।।


জামাই বাড়ী যাবে নিলা গায়ে মেখে সুগন্ধি
পাড়া-পড়শি দেবর ননদ কেমনে পারে নিন্দি
আপন করে নিবে সবাই মনটা হবে দরাজ।
চারিদিকে খুশির জোয়ার সাজছে কত সাজ।।


(গত ১৫ই সেপ্টেম্বর ২০১৬ ইং, ৩১শে ভাদ্র ১৪২৩ বঙ্গাব্দ,  রোজ বৃহস্পতিবার আমার একমাত্র কণ্যা নূসরাত জাহান নিলা’র শুভ বিবাহ উপলক্ষে স্মৃতি স্মারক গীত, ব্যস্ততার কারণে দেরীতে প্রকাশ হল।)