তুমি দুঃসাহসী, তুমি রাজপথের বাঘ
নগ্ন-গায়ে মিছিলে ছেড়েছ হাঁক।
বুকে লিখেছ ‘‘স্বৈরাচার নিপাত যাক’’
পিঠে-‘‘গণতন্ত্র মুক্তি পাক’’।


স্বৈরাচারী শাসকের অহংকারী বুলেটে-
ফুঁড়েছে তোমার উদ্ধত বুক;
ফুঁড়েছে বাংলাদেশের সংকুচিত হৃদপিণ্ড
বন্ধ করিতে বুকের ধুক-ধুক।


তোমার হৃদপিণ্ড হতে নিঃসৃত রক্তে
রাজপথ ভেসে গেছে অকাতরে;
রক্তের প্রতিটি কণা হতে জন্ম নিয়েছে
নূর হোসেন, প্রতিটি ঘরে-ঘরে।


যুগে যুগে নূর হোসেন, তুমি আসবে-
আসবে আরও তেজোদীপ্ত যুবক।
দেশের জন্য তুমি আসবে, আবার এসো-
প্রতিবাদী হয়ে গণতন্ত্রের বাহক।