মনা পাগলা আবার হাসে,
হাসতে গিয়ে হেছকী খায়;
          প্রতিবন্ধীরে পড়াইলেই কি  
          নাস্তিকেরা দিব্য জ্ঞান পায়?


সার্টিফিকেট কেমনে আসে
পুঁথির পাতা খাইলে গিলে;
          সাগর পাড়ে শিশির বিন্দু
          সে জলে কি জোয়ার মিলে?


মহাজ্ঞানী আর মহা-পুরুষ-  
তারা বলছে আদম- হাওয়া;
          আর দুই পাতা পুঁথি গিলে
          বুদ্ধিজীবীর বাঁদর পাওয়া।


আদম-হাওয়া প্রথম জুটি
সৃষ্টির সেরা মাখলুকাত-
          প্রতিবন্ধী বুদ্ধিজীবী কয়
          ডারউইনের ভ্রান্ত-বাদ।


মনা পাগলা একটু থামে,
রাগের স্বরে আবার কয়-
          বুদ্ধি চোরায় খেয়ে শরাব
          দেশে চালায় নাস্তিকবাদ।