সময়ের ডিগবাজীতে আছড়ে পড়া আমি আহত কবুতর
ভাঙা ডানায় ভর দিয়ে পাড়ি দেই রঙিন শূন্যতা
পাত্র-ভেদে রঙ বদলে যায় আর আমাকে ব্যথিত করে;
আমি শুধু ভাবতে থাকি, আসলে আমি কি?
বুঝতে পারিনা ভাব খেলা, বুঝিনা রঙ।
তাই ডিগবাজি খাই, আছাড়ও খাই-
শুধু অন্যেরা হাসে, মিটমিট করে হাসে;
যারা পাকা খেলোয়াড়, খেলে যায় সময়ের স্রোতে।
তবুও ভাব দেখাই-যেন আমি সব বুঝি।
ফাঁকা বুলিতে পেট ভরে না;
নিজের দুর্বলতা খুঁজি।
তবুও রঙ বুঝিনা।