সভ্যতার প্রতিচ্ছায়ায় বিদ্রুপের হাসি,
হাসছে অপচ্ছায়া;
আত্ম-অহংকারী মনুষ্য প্রতিরোধ,
তবু থামে না বেহায়া।


প্রকৃতির সাথে পাল্লা,
প্রমত্ত নদীতে বালির বাঁধ!
খর্বাকারের জেগেছে সাধ,
ধরতে পূর্ণিমার চাঁদ।


একদা হাতে আসতেও পারে,
জ্ঞানের সাধনায়;
চেষ্টার বিকল্প চেষ্টা,
অসাধ্য সাধনের প্ররোচনায়।