জলমুক্তোর নূপুর পায়ে
ভোরের মাঠ ঠেলে;
          যাচ্ছি হেঁটে নদীর ঘাটে
          উদাস নয়ন মেলে।


বাড়ির সাথে বাঁশ বাগান
পাশেই কাশ বন;
          ধান ক্ষেতের আইল ছুঁয়েছে
          উড়ু-উড়ু মন।


চেনা-জানা প্রকৃতিটা
আমার অনেক আপন;
          শরৎ ভোরের মিঠে বায়ে
          ভাবুক স্মৃতি ক্ষণ।


শিমের মাচায় দোয়েল পাখি
শিস দিচ্ছে টেনে;
          বলছে ডেকে ভাবুক তোর
          ভাবনা কেন মনে?


ঝিম ধরেছে গাছ-গাছালি
সাধন ধ্যানে মগ্ন;
          ভোর বেলাতে মন হারালো
          পাগল করা লগ্ন।


শরৎ-ভোর মনন চোর
মন হারানো পথে;
          ঘুরে-ফিরে শরৎ ভোরে
          নিজেই নিজের সাথে।