কেন জানি যাযাবর মনে হয় আমার মাঝেমাঝে,
বিশাল মহাসাগরের বুকে ছোট্ট এই জাহাজে।
নাবিক হয়ে সমুদ্রের জলেই কাটিয়েছি কত যে সময়,
উত্তাল সমুদ্রের ঢেউগুলি আর ঝড় নামলে মনে সত্যিই লাগে ভয়! 😪


বহুদেশ, বহুমানুষ দেখতেই কেটে গেছে বহু দিন, বহু সময়
প্রশান্ত থেকে সূদুর আটলান্টিক, কিংবা দক্ষিণ চীন পৃথিবী রহস্যময়!
আমেরিকা থেকে ব্রাজিলের সেন্ট মারিনো
লোহিত পেরিয়ে ভারত মহাসাগর ছাড়িয়ে,
আবার কখনো নাড়ির টানে বাড়ি ফেরা বঙ্গোপসাগর হয়ে ছোট্র সবুজ ছায়াশীতল এই বাংলায়।



প্রথম সকাল কিংবা গোধুলীর লাল আভায় পৃথিবী যখন অসম্ভব সুন্দর হয়ে যায়, 🤗
সমুদ্রের পাখিগুলো যখন জনমানবহীন সমুদ্রে চঞ্চলতার সঞ্চয় ঘটায়,
তখন আমি অন্যমনা, ভাবনার ডায়েরি খুলে বসি,
আপন মানুষগুলোকে ভীষণ মিস করে পাওয়া না পাওয়ার অঙ্ক কষি 😪।


জীবন মানেই মায়া মমতার আদলে আপন কিছু মুখ,
৩৪ দেশে আমি দিয়েছি পাড়ি, হৃদয়ে নিয়ে স্মৃতি মধুর অমলিন সুখ,
আরো বহুদেশে দিব পাড়ি, জাহাজ ই আজ আমার বাড়ি,
দেশপ্রেম বুকে একজন বাঙালী নাবিক হয়ে বিশ্বের নানা প্রান্তে আমি ঘুরি। 😊😊