ভেবেছিলাম আজ রাতের বৃষ্টিটা খুব গাঢ় হবে.... যত অভিমান সব চার বছরের শিশুর হাতে খেলনা নোকৌর মত ভাসিয়ে দিব....
   নাহ তেমন বর্ষণ নেই,ঝিরিঝিরি তবে মৃদুমন্দ শীতল পরশ....
    এই বা কম কি!!


শুনেছি দূর শহরে খুব মায়াবী বৃষ্টিতে হিমুর মতো কেউ কেউ পথে নামে... প্রিয় বন্ধুর হাত ধরে ভিজে যায়... তৃষ্ণা যেন বহুকালের....ব্যস্ততায় ভুলে যাওয়া কবিতা লিখায়....
   হয়ত অমৃতের স্বাদ ছিল সেই বৃষ্টিফোটায়....


   আমিও সময় অসময়ে,
তপ্ত রোদেলা শহরে বৃষ্টি খুজি,
আমিও চাই খুব বেশি বৃষ্টি আসুক যতটা বৃষ্টি এলে কান্না লুকানো যায়,যতটা বৃষ্টি  এলে খোলা চুলে ইচ্ছেমতো ভিজা যায়.....
তবে বাজ পড়লে বড্ড ভয় লাগে... রাতের বৃষ্টি তাই অপছন্দ.... তবু বৃষ্টি হোক কেননা এই শহরে মানুষগুলি উষ্ণতায় দগ্ধ হয়ে রাগ জমিয়ে নিয়েছে.... বৃষ্টি, খুব বৃষ্টি চাই।।