সময় পাল্টে যায়,মানুষও রঙ বদলায়
মাঝেমাঝে কান পেতে শুনি
   অন্তরাত্মা আমায় বদলে যাওয়ার গল্প শুনায়।


আমি জানি আনন্দ যেমন আছে,
প্রতিটি মানুষের মনে যত্নে বাচে,
গহীন বিষাদ!
প্রতিটি চোখের কোণে রচে
অনুভূতিহীন কিছু শুন্যদৃষ্টির আড়ালে
ধুসর পৃথিবী সবুজ করে দেয়ার গুপ্ত তৃষ্ণা
আর কালো মেঘে ঢেকে দেয়া পূর্ণিমার চাঁদ....


ওহে চাঁদ বাড়াও হাত,
আজকের রাত হোক জোছনাস্নাত....
শত ক্রন্দন তবু অটুট বন্ধন,
ছোট-বড়,উচু-নিচু,দরিদ্র কিংবা অভিজাত......


কিছু মিষ্টি সকালের জন্মই হয়
দুষ্টু পাখিদের ডাক শুনাতে
নিদ্রাও পারে তেমনি হাজারো বিরক্তি
সাময়িক ভুলাতে....


তবে এই ডিজিটাল পৃথিবীতে তরুণসমাজ
জাগে কারণে কিংবা অকারণেও....
দিন হয়েছে রাত,রাতকে করে দিন
আমিও করি অজস্র সময় পার মায়ের অবাধ বারণেও.....

তবু সময় থামেনা, বয়স বাড়ে শুধু থেমে যায়
আমার,তোমার,আপনার মত শত মানুষের পথ চলা
নতুন প্রজন্মের জন্য স্মৃতি রেখে যাই কবিতায়
জানি কভু থামেনা কবিতায় কথা বলা।