প্রশান্ত থেকে সূদুর আটলান্টিক, কিংবা দক্ষিণ চীন
আমেরিকা থেকে ব্রাজিলের সেন্ট মারিনো
লোহিত পাড় হয়ে ভারত মহাসাগর ছাড়িয়ে
আবার কখনো নাড়ির টানে বাড়ি ফেরা বঙ্গোপসাগর হয়ে ছোট্র সবুজ ছায়াশীতল এই বাংলায়।


মাঝেমধ্যেই নাবিক ভাই জাহাজের বারান্দায় বসে থাকেন এক কাপ চা কিংবা কফি হাতে,
চারপাশে শুধু নীল জল আর জল, আর তিনি হারিয়ে যান ভাবনাতে।
সমুদ্রের পাখিগুলো এসে ঘুম ভাঙিয়ে দেয় সকালে,
তবে মনটা ভার হয়ে যায়, বাড়ির মানুষগুলোর কথা মনে পড়লে।


পাওয়া না পাওয়ার ভিড়ে খুজতে থাকেন সুখ,
অল্প কিছু এমবি আর ভিডিওকলে আপন মানুষগুলোর শব্দ শুনেই ভুলে যান মনের সব অসুখ,
আবার তিনি জলের মাঝেই খুজতে থাকেন আনন্দ,
সামুদ্রিক মাছগুলার টেস্ট নয়তো খুব মন্দ!