এখন সময় বারোটা বেজে সাতান্ন মিনিট, এককথায় মধ্যরাত্রি
এখনো জাগ্রত এই জেনারেশনের অধিকাংশ ছাত্র-ছাত্রী।


কেবল বিছানা গোছানো হলো
ঘুমুতে এখনো অনেক দেরি,
রোজার সময়তো রাতে না ঘুমিয়েই একেবারে করে ফেলতাম সেহেরি।


রাতের অনুভূতি একেক জনের কাছে একেক রকম,
কেউ সোস্যাল মিডিয়ায় মত্ত,কারো আবার ভীষণ একাকীত্ব!
কেউবা ভীতু,কেউ সাহসী,
কেউবা পাঠক,কবি তাই এই রাতেও চালায় কলম।