তুমি! তুমি এলে!!
এলেই ফিরে তবে
শরতের কাশবন, ব্রহ্মপুত্র, জয়নুল আবেদিন পার্ক
আরও কত স্মৃতি,আরও কত সুর গাথা অনাবিল শৈশবে।


সিলভার ক্যাসেলে নাকি নতুন ভাস্কর্য এনেছে,
দেখতে যাবে?  
খুব সুন্দর, তবে!


প্রিয় সেই সুন্দর চোখগুলির দেখা পেয়েছি বহুদিন পর,
গত চব্বিশ বছর, তৃষ্ণায় কাটিয়েছি,
তোমার শেষ স্মৃতি নীল টিশার্ট এর বোতাম লাগিয়েছি,
  এখনো যত্ন করে রেখে দিয়েছি আলমারি তে
সকলের অগোচরে,খুব যত্নে,আর পরশ বুলিয়ে দিয়েছে প্রতি বেলা তে।


ভেবেছি পৃথিবীর যে প্রান্তেই থাকো,ভালো থাকো
কোনো একদিন হয়তো দেখা হবে, মন থেকে যদি না ও ডাকো।


আজও সেই বহুবছর আগের মতোই প্রকৃতি শরতের চাদরে ঢেকে দিয়ে আমাদের,
   আর এই কাশফুল সে যে শত জীবন্ত প্রেমের স্বাক্ষী,
  এই আজও কি প্রতিদিন পড়ো আমার উপহার দেয়া "ময়ূরাক্ষী"?
নাকি সবি মিথ্যে ছিল, মিথ্যে ছিলাম কি তবে আমি!


প্রশ্ন রয়ে যায় শত ব্যর্থ প্রেমের প্রেমিকের কাছে
তার অভিমানী রাজকন্যার সব ছিল কি মিছে?
যদি তেমনি হয় তবে কেন আবার দেখা!
সূদুর সীমান্তে থেকেও কেন আজ মিলে গেল
    হাতের তীক্ষ্ণ রেখা?