সকালের বাতাস হিম হিম গন্ধ নিয়ে আমায় ছুয়ে দেয়,
আমার তখন নিজেকেই নিজের কাছে অপরাধী মনে হয়!
কত রাত অহেতুক না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি,নষ্ট হয়েছে কত যে সময়,
সকালের সময়টা বিভোর হয়ে ঘুমিয়েছি,  কৃত্রিম অন্ধকারে জানালা ঢেকে পর্দায়।


কত ক্লাস মিস দিয়েছি সকাল সাতটার,
সকালের নাস্তা কতদিন যে খাইনি হিসেব নেই তার!
বাসা থেকে যেদিন ঢাকা যেতাম ভোর ৫.২০ এর যমুনা ট্রেনে করে,
সবুজ প্রকৃতি কি মমতায় পৃথিবী সাজিয়েছে দেখে নিতাম চোখ ভরে।


জীবনের যে কয়টি সকাল আমি দেখতে পেরেছি সেগুলো ছিলো স্বপ্নের মতো,
খুব সুন্দর,খুব নীরব,খুব প্রিয়
ভোরের পাখিরা কি মধুর সুরে ডাকে,
তার কাছে হার মানবে মানবসৃষ্ট গান যতো।