আমার শত ব্যস্ততায়ও জীবন কে থামিয়ে দিতে ভালো লাগে,
যদি সত্যি টাইম মেশিন থাকত তবে বায়না করতাম!  
আমায় গত শতাব্দী তে নিয়ে যেতে,
সময়কে থামিয়ে দিতে,
আর থামিয়ে দিতে ব্যস্ত মানুষের যান্ত্রিক ছুটে চলা কে।


আমার যে আর ভালো লাগেনা,কেন জানো?
পথে,মাঠে,বাসে এমনকি ভার্সিটির ক্যাম্পাসে,
তারুণ্যে এ কি দারুণ কালো অধ্যায়!
কত বিভ্রান্তি,ভুলতে ক্লান্তি বেছে নিয়েছি অনলাইনের চাকরী,
রাতদিন ফেসবুক,ইউটিউব কিংবা ইন্সটাগ্রামে
কারণেঅকারণে কিংবা অগোচরে,অবাধ বারণে
বলেন দোষ দিব কাকে?
কাকে দিব দায়!!


তাইতো সময় কে বলি থামতে যেন বদলে যেতে পারি আমি, বদলে যায় পৃথিবী।
কল্পনায় আর কত!
মেধাহীন নই তবু ভুলে পরিচর্যা,
হারিয়েছি আমার সবি।
বিরক্তি তবু অতৃপ্তি!
কেউ কেউ আবার আমার মত অনলাইনে একদিন না যেতে পারলে ভাবে,
নিজেকে এলিয়েন কিংবা মহা ধৈর্য্যশীল,
কারো কারো আবার খাওয়া,নাওয়া বন্ধ!
উপহাস করে সময় শুধু,
হয়েছি সুশীল তবে চোখ থাকতেও অন্ধ।