নারীদের কবিতা
মোঃ নাহিদ হাসান প্রধান


মায়ের কারণে পিয়েছি
এই ভুবনে জন্ম।
মা-হীনতায় হারিয়ে যাবে
ভালোবাসার ভুবন।


মায়ের লালন পালনে
দিয়েছে এমন গঠন,
তাই আজও বেঁচে আছি
আমার মায়ের রতন।


মা আমার গল্পকার,
মা আমার কবি,
যার কণ্ঠে আমি
কাটিয়েছি অসংখ্য নিশি।


গা গরম হলো
প্রচন্ড জ্বরের আর্বিভাব,
এমন সময় মায়েই
আপনজন।


মাথায় জলপটি মা ছাড়া
থাকে না দিবার কেউ।
মা আমার অনুপেরণা,
মায়েই আমার সুখের দুঃখের বন্ধু।


মা-এ আমার সফলতার চাবি,
যেই চাবি খুলবে আমার
জান্নাতের ঢাবি।