সবাই তখন মত্ত,যখন বাজল পূজোর ঢাক


যেদিক তাকাই সেদিক আলো,বিজলি বাতির ঝাঁক।


আকাশ ভীষণ মেঘলা সেদিন,ঘুচলো আলোর ঘোর-


আতশবাজির শব্দ-আলোয়,সন্ধ্যা হল ভোর।


চতুর্দিকে উলু-র ধ্বনি,বাজছে শঙ্খ,কাশ


এবার মা কে বরন করেই মিটল সবার আশ।


পথে-ঘাটে খুশির জোয়ার, লোকে লোকারণ্য


সবার হাতেই অর্থ আছে, আমার হাতই শূন্য।


ছোট-বড় সবার গায়েই নতুন-নতুন সাজ


মায়ের বিদায় নেওয়ার পালায় নাচবো মোরা আজ।


                                    ---কৌশিক আচার্য্য---
                                        ০১/১০/২০০৯