বসন্তে আজ শালবনিতে
ঝড়ছে কত পাতা,
বস্তা ভরে করছে জড়ো
গাঁয়ের বধূ মাতা।


সাত সকালে বেরিয়ে সবাই
বস্তা ভরে-ভরে
শালপাতা সব আনছে দেখো,
মাথায় করে করে।


ভর দুপুরে শালবনিতে
হঠাৎ গিয়ে দেখি,
মায়েরা সব পাতার বোঝা
মাথায় নিয়ে একি?


সকাল থেকে দুপুর গড়ায়
করতে জড়ো পাতা।
করবে কী আর? এটাই এখন
তাদের জীবন কথা।


লাকড়ী বোঝাই মাথার উপর
কিংবা শালের পাতা,
এই দুপুরে শালবনিতে
দেখছো কত মাতা?