মানুষের ভীড়ে ঠাঁসা এই শহরের বুকে,
কত পথ হেটেছি আমি।
ওলিগলি বাইপাস, স্ট্রীট লাইটের আলো,
বৃষ্টিতে ভীজলো শহর।
তবু, কেন ফাঁকা পথ? ধুধু করে চারি ধার,
মিটমিট জ্বলে জোনাকি।
বন্ধ দোকানপাট, রাস্তায় নেই বাতি,
নিশ্চুপ শহরের পথ।
পাল্টেছে দিনকাল, দূষণের শহরেতে  
চলো পাল্টাই সকলে।
প্রকৃতির হাওয়া খাই, চলো যাই পাল্টাই,
করোনার এই আবহে।
আজ তাই হারিয়েছি, নিজেকে নতুন করে
পাহাড়ের শেষ সীমানায়।


                                @কৌশিক