আমি দেখেছি তোমায়,নীল আকাশে ভাসতে


     আমি দেখেছি তোমায়, দূর গগনে হাওয়ার তালে নাচতে।


আমি দেখেছি তোমায়, রামধনু রঙে সাজতে


     আমি দেখেছি তোমায়, দূর নীলিমায় অবাক হ‌য়ে হাসতে।


আমি দেখেছি তোমার, ক্রোধের বারি ঝড়তে -
    
     আমি দেখেছি তোমায়, দূরে বহুদূরে আমার থেকে সরতে।


আমি দেখেছি তোমায়, ব্যাকুল হয়ে কাঁদতে
  
     আমি দেখেছি তোমায়, চাঁদের সাথে রাত্তিরে কথা বলতে।


আমি দেখেছি তোমায়, আমায় তুমি কেমন করে ঝাঁকতে
  
     আমি শুনেও,তোমায় দিইনি সাড়া ‌‌যখন তুমি ডাকতে।


আমি পারবো তোমায়, নিজের কাছে আপন করে রাখতে?
  
     এতদিনে হায়, আমি বুঝেছি তোমায় -


আমি শুধু ভাবি, তুমি মেঘ কেন হ্যায় ?


                                     ---কৌশিক আচার্য্য---
                                        ২৫/০৩/২০০৭