মোর মনের দ্বারে,কেযে কড়া নাড়ে?


আমি চেয়ে থাকি দ্বারে
আঁখি বারে বারে,খুজে ফিরে তারে।
এ কোন আলো,মৃদু চমকালো?
আশার আলো জ্বেলে গেল,মনের আঁধারে।


সে যে কথা কয়,যেন প্রানে বাজে বাঁশি  
দোলা দিয়ে গেল মনে,তার মৃদু হাসি।
তার চেয়ে থাকা,যেন রং তুলি আঁকা


তার দুটি আঁখি যেন,ক্ষঞ্জনা পাখী।
আমি চেয়ে থাকি দ্বারে
মোর আঁখি তারে,খুঁজে বারে বারে।


---কৌশিক আচার্য্য---
      ১৮/০৩/২০১২