মরু পথ
ধুধু করে
চারি ধারে, বালি।
সারি সারি
উট চলে
মুখ তুলে,খালি।
কাঁটা গাছ
ক্যাকটাস,
শুধু মরিচীকা।
বালিয়ারি
ফেলে যায়
উটের পাদুকা।
উষ্ণ বাতাস বয়
মরু অঞ্চলে,
বালুর গায়েতে বায়ু
ঢেউ শুধু ফেলে।
বনবন ঘোরে পাখা
পথের দুধারে
বায়ুকল বিদ্যুত
সাপ্লাই করে।
নির্জন, ফাঁকা পথ
চারি ধারে বালি
মোরা সব এক সাথে
উটেতে সওয়ারি।