মাতৃ ভাষা
মানেই যেন
বাংলা ভাষার টান।
ভুলেও যেন
ভুলতে না হয়
২১শের জয় গান।


তাজা রক্তের
২১ শে লড়াই
রফিক,সালাম,বরকতের।
তুলেছিল ঝড়,
নেমেছিল তারা,
হেঁটেছিল সেই রাজপথে।


ভাষার জোয়ারে
ভেসে ছিলো যত
ভাষা প্রিয় মহাবীর
তাদেরই স্মরণ গাহিতেছি
আজি, ভাষারই জয়গীত।


২১ মানেই লড়াই,
আর রক্তে রাঙা প্রাণ,
২১ মানেই মাতৃ ভাষা
শ্রেষ্ঠ ও মহান।