প্রাক্ প্রাথমিক কিংবা প্রথম,
শ্রেণীর কিছু শিশু
টিফিন হলেই ঘুরতে থাকে
স্যারের পিছু পিছু।


কখন হবে ছুটি, ও স্যার?
বলেন না, যাই বাড়ী।
একটু কিছু হলেই হলো
খেলব না আর আড়ি।


সব কিছুতেই নালিশ ওদের,
স্যার , দ্যাখ না মারে!
কথায় কথায় ঝগড়া চলে
কান্না শুরু করে।


বলতো তোকে কে মেরেছে?
কে দিয়েছে গাল?
দেখাই ওকে মজা এবার,
তুলে পিঠের ছাল।


চাঙ্গু, মুকেশ ক‌ইরে তোরা?
সিগ্গিরি আয় ছুটে।
প্রতিজ্ঞাকে কে মেরেছে?
আনতো ধরে বটে।


আয় দেখি মা, আমার কাছে
গল্প বলি তোকে
বললে পরেই বড্ড খুশি
মিষ্টি হাসি মুখে।


তার যে কত কথা -
মন ভরে যায় শুনে,
মুখটা হাসি, ছোট্ট ও সে
ফুলের শিশু বনে।


কী আর বলি এসব
সে তো, স্কুলের কথাকলি,
কান ভরে যায় শুনে,
মোদের, প্রতিজ্ঞার বুলি।


১ পিরিয়ড ‌‌শেষ না হতেই
খেলতে বসে পরে,
মিড-ডে-মিল শেষ হলেই
ব্যাগেতে ব‌ই ভরে।


ঘ্যান, ঘ্যানানি শেষ হল যেই
দিলেম আমি ছুটি
ব্যাগ নিয়ে সে, এক লাফেতে
পালায় গুটি-গুটি।