পথেঘাটে খুশির জোয়ার
লোকে লোকারণ্য,
সবাই পূজোয় ঘুরছে কেমন,
আমিই ট্রেনে ভিন্ন।
আমি যে আজ ট্রেনেতে চেপে
যাচ্ছি বোনের বাড়ি
কাল সকালেই ফোঁটা নিয়ে
ফিরবো আবার বাড়ি।
তোমরা সবাই সজাগ থেকো
ফিরবো আমি লেটে,
শতাব্দীতে টিকিট আছে
দুপুর ২ টা ১৫ তে ।
হাওড়া থেকে রওনা দিয়ে
ফিরবো শিলিগুড়ি
তখন হয়তো বাজবে রাত্রি
১০টা ২৫ ~ কুড়ি।
এসে আবার নিতে হবে
দিদিদের হাতে ফোঁটা।
ফিরেও যেন দেখতে পারি
কালী পূজোর ছটা।